রায়হান হত্যা: এএসআই  ও কনস্টেবলের ৫ দিনের রিমান্ড

রায়হান হত্যা: এএসআই  ও কনস্টেবলের ৫ দিনের রিমান্ড

পুলিশের নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় ফাঁড়ির এএসআই আশেক এলাহীর ৫ দিনের রিমান্ড ও কনস্টেবল হারুনুর রশিদের ৫ দিনের রিমান্ড শেষে আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।


বৃহস্পতিবার শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. জিয়াদুর রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই'র পরিদর্শক মহিদুল ইসলাম জানান, আদালতে আশেক ই এলাহীর ৭ দিনের ও কনস্টেবল হারুনুর রশীদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।

এর আগে বিকাল ৩টায় কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করে পিবিআই।

এ মামলায় গত ২৪ অক্টোবর হারুনুর রশিদকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নেয় পিবিআই।